চড় মারায় পরিচালকের বিরুদ্ধে মামলা

চড় মারায় পরিচালকের বিরুদ্ধে মামলা

পরিচালকের বিরুদ্ধে চড় মারার অভিযোগ এনেছেন কৈলাস সতপুতে নামে এক ব্যক্তি। পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি। জামিন অযোগ্য মামলা করেছেন পরিচালক মহেশ মঞ্জরেকরের বিরুদ্ধে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

ঘটনার সূত্রপাত- পুনের হাইওয়ের ইয়াভাত গ্রামে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। হঠাৎ গাড়ির ব্রেক করেছিলেন মহেশ মঞ্জরেকর। পেছন থেকে পরিচালকের গাড়িতে ধাক্কা মারে কৈলাসের গাড়ি। বেরিয়ে এসে ঝগড়া শুরু করেন মহেশ। এক পর্যায়ে চড় মারেন কৈলাসকে।

ইয়াভাত থানায় গিয়ে ঘটনার পুরো বিবরণ দেন কৈলাস। তার অভিযোগের তদন্ত করছে ইয়াভাত থানার পুলিশ। পরিচালকের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে তা জামিন অযোগ্য বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। 

বি-টাউনের পরিচিত পরিচালক মহেশ মঞ্জরেকর। ‘বাস্তব: দ্য রিয়েলিটি’, ‘অস্তিত্ব’, সহ অনেকগুলো সিনেমা পরিচালনা করেছেন তিনি। বেস্ট ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তার ঝুলিতে।

আপনি আরও পড়তে পারেন