দোহারে মানবাধিকার কমিশনের কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ

দোহারে মানবাধিকার কমিশনের কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা জেলা দক্ষিণের আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকার দোহারের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও নিরক্ষর নারীদের শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় নাগেরকান্দা বাশতলা মানবাধিকার অফিস থেকে এসব বিতরণ করা হয়।
সংস্থার জেলা সভাপতি লাকী আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা শাখার জেনারেল সেক্রেটারী হাজী নাছির উদ্দিন পল্লব অনুষ্ঠান সঞ্চালনা করেন। মুফতী মুহাম্মদ আল আমিন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন জেলার সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ইন্তাজি, সহ-সভাপতি আব্দুল ওহাব দোহারী, মহি উদ্দিন মাদবর, আব্দুল মালেক দোহারী, যুগ্ন সম্পাদক হায়দার বেপারী,

দোহার উপজেলার নির্বাহী সভাপতি শিক্ষাবিদ একলাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ, খন্দকার রাশেদ, সাদ্দাম বেপারী, সাইফুল কবির বাবু, দিপু, আরিফ সেখ, রাকিতুল ইসলাম রনি, মোফাজ্জল খান, হেলাল মাঝি, মিলন শরীফ, শওকত বেপারী, ইবাদুল, বাবু হাওলাদার ও মানিক মোল্যাহ প্রমুখ।

পরে নাগেরকান্দা বাঁশতলা হা-মিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় অংশগ্রহণ করেন এবং এতিম ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার উপকরণ বিতরণ করেন।

আপনি আরও পড়তে পারেন