নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দু’টি অফিসে আগুন

নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দু’টি অফিসে আগুন

ফরহাদ খান, নড়াইল

নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

আগামি ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন