নিউমোনিয়া-ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে খাগড়াছড়িতে

নিউমোনিয়া-ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে খাগড়াছড়িতে

প্রচণ্ড ঠাণ্ডায় খাগড়াছড়িতে দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ। চলতি মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মারা গেছে ৫ শিশু। হঠাৎ করে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এই সময় আতঙ্কিত না হয়ে শিশুর বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তাপমাত্রা কমে খাগড়াছড়িতে বেড়েছে শীত। পাহাড়ি জনপদে কনকনে ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্তদের বেশির ভাগই ৬ থেকে ১৮ মাসের শিশু। শ্বাসকষ্ট, জ্বর ছাড়াও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় বলে জানান নার্সিং অফিসার মেমোরি চাকমা। গত ১০ দিনে খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে মারা গেছে ৫ শিশু।

হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা।

গত কয়েক দিনে সদর হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ২ শতাধিক রোগী। শিশু ওয়ার্ডে ভর্তি আছে ২০ জন।

আপনি আরও পড়তে পারেন