গোলাপগঞ্জে ১১ইউনিয়নে বিএনপি’র আহবায়কের দায়িত্ব পেলেন যারা

গোলাপগঞ্জে ১১ইউনিয়নে বিএনপি’র আহবায়কের দায়িত্ব পেলেন যারা - দৈনিক আগামীর সময়

গোলাপগঞ্জ প্রতিনিধি জাকারিয়া আবুল :

গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়কদের নাম ঘোষনা করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির এক জরুরী সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ ঘোষনা প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর। মঙ্গলবার (১৯শে জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল গফুর। সভায় উপজেলা আহবায়ক কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপি’র আওতাধীন ১১টি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়কের নাম ঘোষনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মাওলানা রশিদ আহমদ, মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, আতাউর রহমান উতু মিয়া, নুরজ্জামান চৌধুরী, জিয়াউল ইসলাম জিতু মিয়া, মাহবুবুর রহমান ফয়ছল চেয়ারম্যান, আশফাক আহমদ চৌধুরী চেয়ারম্যান, রুহেল আহমদ চেয়ারম্যান, মামুনুর রশীদ মামুন, আমিন উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল সেলিম, জামাল আহমদ জামাল, সোরাব আলী, গোলাম কিবরিয়া, আব্দুল কাদির সেলিম, আব্দুল আহাদ কামরুল, জয়নাল আবেদীন মাষ্টার, এডভোকেট মামুন আহমদ রিপন, এস এম আশরাফ বাদল ও রিপন আহমদ মাষ্টার।

১১টি ইউনিয়নের আহবায়করা হলেন-বাঘা ইউনিয়নে নজরুল ইসলাম কলিম, গোলাপগঞ্জ সদর ইউনিয়নে হাজী আব্দুল জলিল সেলিম, ফুলবাড়ি ইউনিয়নে মাহবুবুর রহমান ফয়ছল চেয়ারম্যান, লক্ষিপাশা ইউনিয়নে সাহেদ আহমদ শুয়াই, বুধবারীবাজার ইউনিয়নে মাসুক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নে নুরুল আমীন লিলন, লক্ষনাবন্দ ইউনিয়নে আনহার উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নে নুরুজ্জামান চৌধুরী, আমুড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, বাদেপাশা ইউনিয়নে নোকমান আহমদ লকুছ মিয়া ও শরিফগঞ্জ ইউনিয়নে সোরাব আলী।

সভার সিদ্ধান্তক্রমে সকল ইউনিয়নের আহবায়ক বৃন্দকে জানানো হয় যে, তাদের স্ব-স্ব ইউনিটের ১৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা উপজেলা আহবায়কের নিকট আগামী তিনদিনের মধ্যে জমা করতে হবে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়নের কাউন্সিলের সম্ভাব্য তারিখ জানাতে হইবে। সভাশেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মাওলানা রশীদ আহমদ।

আপনি আরও পড়তে পারেন