এম পি স্মৃতির রোগমুক্তির কামনায় ধাপের হাটের সকল মসজিদে দোয়া কামনা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেরাজাকার পরিবার বলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :

৭১ এর মুক্তিযোদ্ধাকালীন
সময়ে কোম্পানীগঞ্জ থানার মুজিব বাহিনীর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা,
বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদেরের পরিবারকে একরাম চৌধুরী কর্তৃক রাজাকার পরিবার বলার
প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টা থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট
পৌরসভার রূপালী চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা চলছে।


প্রতিবাদ সমাবেশে বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল
কাদের মির্জা বলেন, নোয়াখালী জেলা কমিটি ভেঙে না দেওয়া পর্যন্ত আজ
থেকে অনির্দিষ্টকালের জন্য বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচী
অব্যাহত থাকবে। এ সময় একরামুল করিম চৌধুরীর কুশপুত্তলিকায় জুতা মারা
হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম
চৌধুরী ফেইসবুক লাইভে এসে ২৭ সেকেন্ড বক্তব্য দেন। একরাম চৌধুরীর
ফেইসবুক আইডি থেকে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যে
সরিয়ে ফেলা হয়। ভিডিও বার্তায় একরাম বলেন, আমি কথা বললেতো আর
মির্জার বিরুদ্ধে কথা বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।


একটা রাজাকার প্রতিবারের লোক এ পর্যায়ে এসেছে, তার ভাইকে (মির্জা)
সে শাসন করতে পারে না, এগুলো নিয়ে কয়েকদিনের মধ্যে আমি নোয়াখালী
জেলা কমিটির সাথে কথা বলব, জেলা কমিটি না আসলে এটা নিয়ে শুরু
করব। মূর্হুতের মধ্যে সামাজিক গণমাধ্যমে দেওয়া এ বক্তব্য ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার রাতে শুক্রবার সকালে নোয়াখালী জেলা শহরে আ’লীগ,
যুবলীগ, ছাত্রলীগ আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং
মির্জার বিরুদ্ধে নানা রকমের স্লোগান দেয়।


আবদুল কাদের মির্জা শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের ঘোষণা
দিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন