করোনায় প্রখ্যাত ইসলাম প্রচারকের মৃত্যু

করোনায় প্রখ্যাত ইসলাম প্রচারকের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিসরের প্রখ্যাত ইসলাম প্রচারকারী অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। 

মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ বিভাগে ইসলামি আইন বিষয়ে পড়ে সেখানেই অধ্যাপনায় যোগ দেন ড. আবলা আল কাহলাওয়ি। ১৯৪৮ সালে জন্ম নেওয়া এই নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন।

মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী মোহামেদ আল কাহলাওয়ির মেয়ে ছিলেন তিনি। মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।

ড. আবলা মিসরের কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

আপনি আরও পড়তে পারেন