শিক্ষকরা অবরুদ্ধ, চলছে সাত কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন

শিক্ষকরা অবরুদ্ধ, চলছে সাত কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন

তিতুমীর কলেজে প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে আমরণ অনশন করছেন।

আজ রবিবার সকাল ১১ টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত এ অনশন অব্যাহত রয়েছে।

এদিকে অনশনে চারজন শিক্ষার্থী অসুস্থ পড়েছেন। তাছাড়া স্যালাইন দিয়ে অনেকেই অনশনে অবস্থান করছেন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।

ইডেন কলেজের শিক্ষার্থী নুসরাত আখতার বলেন,অনশন কর্মসূচীতে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান অসুস্থ হয়ে পড়েছেন। অথচ কোনো শিক্ষক আমাদের খোজ নিতে আসেননি।

এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা বলেন, নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাত দিনের মধ্যে আমাদের তিন বিষয়ে প্রমোশনের ব্যাপারে  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার ১৩ দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আজকের মধ্যেই তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেওয়া হলে আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাব।’

আপনি আরও পড়তে পারেন