আতঙ্কে-ভয়ে নির্বাচন থেকে সরলেন বিএনপি প্রার্থী

আতঙ্কে-ভয়ে নির্বাচন থেকে সরলেন বিএনপি প্রার্থী

শনিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তার আগেই  বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। 

এ সময় বিএনপি মেয়র প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, ২৮ জানুয়ারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবের কথা জানিয়ে তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। এ বিষয়ে রিটানিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বিএনপির সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন