লালমনিরহাটে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর।

লালমনিরহাটে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর।

লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা নদী থেকে বালু উত্তোলে বাঁধা দেয়ায় লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে তারা।শুক্রবার রাত ৯টার দিকে বালু ব্যবসায়ী সিন্ডিকেটের মূল হোতা ৮ নং গোকুন্ডা ইউনিয়ন পরিষদের মেম্বার রুহুল আমিন দুলুর নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী এ হামলা ও ভাঙচুর করে।
গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শেখ আসাদুজ্জামান রুবেল জানান, বালু সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন দুলু, গণধর্ষণ মামলার আসামি জুয়েল হোসেন রিপন, সৈকত আহমেদ বাবুল ও ডা. জাহাঙ্গীর হোসেনসহ ৫০-৬০ জনের একটি দল অফিসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। ওই সময় তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র উঁচিয়ে মারতে আসে। ভাঙচুর শেষে তারা দ্রুত পালিয়ে যায়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন জানান, তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল গোকুন্ডা ইউনিয়নের কিছু বালু ব্যবসায়ী। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনি আরও পড়তে পারেন