ভিসা জটিলতা কাটিয়ে মাঠে ফিরেই আফ্রিদির চমক

ভিসা জটিলতা কাটিয়ে মাঠে ফিরেই আফ্রিদির চমক

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এই টুর্নামেন্টে খেলতে এসে ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়েন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ভিসার মেয়াদ না থাকায় প্রথমে ঢুকতে পারেননি আমিরাতে। আমিরাতের বিমানবন্দর থেকেই পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল এই তারকা ক্রিকেটারকে

তবে ভিসা জটিলতা কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আরব আমিরাতে প্রবেশ করেন তিনি। এরপর প্রথম ম্যাচে মাঠে নেমে রীতিমতো কারিশমা দেখান আফ্রিদি।

শনিবার (৩০ জানুয়ারি) টিম আবুধাবির বিপক্ষে খেলতে নামে আফ্রিদির কালান্দার্স। সে ম্যাচে প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়েছে আফ্রিদির দল। 

টসে হেরে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০০ রান করে টিম আবুধাবি। কালান্দার্সের হয়ে শহীদ আফ্রিদি দুই ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।

১০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় কালান্দার্স। শারজিল খান ২১ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। এ ছাড়া টম ব্যান্টন করেন ১৪ বলে ৩০ রান।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন শহীদ আফ্রিদি। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে কালান্দার্স।

আপনি আরও পড়তে পারেন