নেপালে বার্ড ফ্লু: হাজার হাজার পাখি হত্যা

নেপালে বার্ড ফ্লু: হাজার হাজার পাখি হত্যা

ভারতের পর এবার নেপালেও নতুন করে শনাক্ত হয়েছে বার্ড ফ্লু। এ কারণে শনিবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার পাখি হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এএনআই জানিয়েছে, বেশকিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বার্ড ফ্লুর (এইচ৫এন৮) অস্তিত্ব পাওয়ায় এ ব্যবস্থা নেয় নেপাল সরকার। 

এ প্রসঙ্গে নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাঠমান্ডুর তারকেশর পৌরসভা-৭’য়ের একটি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। স্থানীয় ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কমপক্ষে এক হাজার ৮৬৫টি হাঁস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি, ২৫টি টার্কি মুরগি, ৫৪২টি ডিম এবং ৭৫ কেজি মুরগির খাবার নষ্ট করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ফার্মে থাকা পাখিদের অস্বাভাবিক আচরণ নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর জন্য পোল্ট্রি ব্যবসায়ী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট

আপনি আরও পড়তে পারেন