দোহারে বিএডিসি’র জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

দোহারে বিএডিসি’র জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অধিগ্রহনকৃত ১৬.৫ শতাংশ জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা যায়, ১৯৬৮ সাল থেকে উপজেলার জয়পাড়া বাজারে সিএস-১০৮০ ও আর এস ৩৬১৮নং দাগের ১৬.৫ শতাংশ জমি দখল করে রেখেছিলেন বেশ কয়েকজন দখলকারী। জেলা প্রশাসনের নির্দেশে দখলকৃত জমি ছেড়ে দিতে ৮জন দখলকারীকে ৭ দিনের নোটিশ প্রদান করা হয়। শেষে বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, প্রায় ৫৩ বছর ধরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জমিটি দখল করে রেখেছিলেন কিছু অবৈধ দখলদার। জেলা প্রশাসনের নির্দেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজ জমিটি উদ্ধার করা হল।
তিনি আরও জানান, সারাদেশে কৃষি ব্যবস্থাপনাকে উন্নয়ন করার জন্য দখলকৃত জমি উদ্ধারে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় দোহারে এই জমিটি উদ্ধার করা হল।

আপনি আরও পড়তে পারেন