নওগাঁর বদলগাছী উপজেলাতে কোভিড-১৯ এর টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলাতে কোভিড-১৯ এর টিকা প্রদান কর্মসুচির উদ্বোধন

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছী উপজেলাতে আজ ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা দেয়া কর্মসুচির উদ্ভোধন করা হয়েছে। প্রথমে কোভিড-১৯ এ টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কানিস ফারহানা।

যথা সময়ে আরো টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. আবু তাহির, থানা অফিসার ইনর্চাজ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন, থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও থানার ৮ জন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ কানিস ফারহানা বলেন, বদলগাছীতে প্রথম পর্যায়ে সাড়ে ৬ হাজার ৫০০শত ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছেছে। এর মধ্যে আমরা ৩৯০ জনের টিকার রেজিস্ট্রেশন হাতে পেয়েছি। আজ আমরা ৩০ জনকে এ টিকা প্রদান করেছি।

আপনি আরও পড়তে পারেন