খুলনা বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যেতে আইনি কোনো বাঁধা রইল না তিন শিক্ষকের

খুলনা বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যেতে আইনি কোনো বাঁধা রইল না তিন শিক্ষকের ফকির সহিদুল ইসলাম


ফকির সহিদুল ইসলাম খুলনা :

বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যেতে আইনি কোনো বাঁধা রইল না তিন শিক্ষকের
ফকির সহিদুল ইসলাম, খুলনাঃখুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতি ও অপসারণকৃত তিন শিক্ষককে কাজ চালিয়ে যেতে আইনগত কোন বাঁধা নেই বলে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও মোঃ কামরুল হোসেন মোল্যার দ্বৈত বেঞ্চে রিট শুনানী শেষে এ রুলজারী করেছেন। ব্যারিষ্ট্রোর জ্যোর্তিময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অযৌক্তিক শাস্তি নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আজ দশম দিনের মতো চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলমের (বাংলা বিভাগ) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিগত ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি রিট আবেদন করা হয়েছিল। রিটের শুনানী নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুরি) হাইকোর্টে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে রুল নিশি জারী করেছেন। এবং তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন আদালত। যেহেতু উক্ত তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোন আইনি বাঁধা নেই।

আপনি আরও পড়তে পারেন