বান্ধবীর মরদেহ উদ্ধার, ফাইনাল ফেলে দেশে ফিরলেন ফুটবলার

বান্ধবীর মরদেহ উদ্ধার, ফাইনাল ফেলে দেশে ফিরলেন ফুটবলার

ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে কাতারে অবস্থান করছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। দলের সঙ্গে ছিলেন ডিফেন্ডার জেরোমে বোয়েটাংও। কিন্তু আরও একটা শিরোপা জয়ের মিশনে বাভারিয়ানদের সঙ্গে থাকা হচ্ছেনা তার।

মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে বোয়েটাংয়ের সাবেক বান্ধবী কেসিয়া লেনহার্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহ আগে তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন জার্মান ফুটবলার। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন পোলিশ বংশোদ্ভূত ঐ মডেল।

পুলিশ জানিয়েছে, কেউ একজন আত্মহত্যা চেষ্টা করছে, এমন খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে চার্লোটেনবার্গে যান তারা। সেখানে গিয়েই ২৫ বছর বয়সী ঐ নারীর মরদেহ দেখতে পান তারা। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

২০১২ সালে রিয়েলিটি শো ‘নেক্সট টপ মডেল জার্মানিতে’ অংশ নিয়ে আলোচনায় আসেন কেসিয়া লেনহার্ট। এক বছর ফুটবলার জেরোমে বোয়েটাংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো তার। গেলো ২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিচ্ছেদের কথা জানান লেনহার্ট। এর ঠিক এক সপ্তাহ পর (৯ ফেব্রুয়ারি) নিজ অ্যাপার্টমেন্টে পাওয়া গেলো তার লাশ।

এ খবর শুনে দ্রুতই কাতার থেকে জার্মানিতে ফিরে গেছেন বোয়েটাং। বৃহস্পতিবার ক্লাব বায়ার্ন মিউনিখের হেড কোচ হ্যান্সি ফ্লিক নিশ্চিত করেছেন, মেক্সিকান ক্লাব টাইগার্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলবেন না এই ডিফেন্ডার।

আপনি আরও পড়তে পারেন