সোমালিয়ায় নিরাপত্তা চৌকিতে শক্তিশালী বোমা হামলা

সোমালিয়ায় নিরাপত্তা চৌকিতে শক্তিশালী বোমা হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর নিরাপত্তা চৌকিতে শক্তিলী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলাকারী একটি গাড়িতে করে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত হামলাকারী। নয়তো সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তো বলে ধারণা পুলিশের।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি একটি দোকানে কেনাকাটা করছিলাম। এমন সময় বিকট শব্দ হয়। তাকিয়ে দেখি, পুলিশ একটি গাড়িকে তাড়া করছে।’

মোগাদিসুতে প্রায় সময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও আল শাবাব হামলা চালিয়ে থাকে। তবে এ হামলার দায় এখনো স্বীকার করেনি কেউ। বিভিন্ন সময় হামলায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। দেশটির সরকার সন্ত্রাস দমনের অভিযান চালিয়ে আসলেও, এতে তেমন কোন ফল পাওয়া যাচ্ছে না।

আপনি আরও পড়তে পারেন