তবুও ফাল্গুন এসেছে, অনেক ভালোবেসে সে

তবুও ফাল্গুন এসেছে, অনেক ভালোবেসে সে

তবুও ফাল্গুন এসেছে, অনেক ভালোবেসে সে

মোস্তাফিজু রহমান

হয়তো ফুল একটিও ফোটেনি,

মৌমাছি ও ছোটেনি

 তবুও ফাল্গুন এসেছে

হয়তো পাখি সেও গায়নি,অরন্যে

কেউ যায়নি

তবুও ফাল্গুন এসেছে।

হয়তো আকাশে গাঢ় মেঘ,

রঙহীন কি আবেগ

তবুও ফাল্গুন এসেছে

হয়তো গন্ধেরা উড়েনি দূর,

বাজেনি বাঁশি-সুর

তবুও ফাল্গুন এসেছে।

হয়তো পাতা ঝরেনি কোথাও,

সাদামাটা পাড়াগাঁও

তবুও ফাল্গুন এসেছে 

হয়তো শুনিনি গুঞ্জন কারো,

খুলেনি সে দ্বার ও

তবুও ফাল্গুন  এসেছে।


হয়তো বলেনি কেউ কাকে,

পথেরাও টানেনি তাকে

তবুও ফাল্গুন এসেছে

হয়তো তা খুব নিরবেই,

ব্যথিত-হৃদয়ে কি তবেই

তবুও ফাল্গুন এসেছে

অনেক ভালোবেসে সে।

আপনি আরও পড়তে পারেন