লালমনিরহাটে নির্বাচনী অফিস ভাংচুর মামলায় জামিন পেলেন বিএনপি নেতা

লালমনিরহাটে নির্বাচনী অফিস ভাংচুর মামলায় জামিন পেলেন বিএনপি নেতা

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে  পৌরসভার ৬নং ওয়ার্ড নয়ারহাট আওয়ামী লীগ নির্বাচনী অফিস ভাংচুর  মামলায় জেলা বিএনপি নেতা সাইদুল ইসলাম  জামিনে মুক্তি পেয়েছেন।


সোমবার ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পরে জেলা কারাগারের সামনে তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেন রানাসহ জেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি রাতে নয়ারহাটে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ এর অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদি হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১শত ৫০ জনের নামে মামলা দায়ের করেন। ওইদিন রাতে মিশন মোড় নিজ বাসা থেকে জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, এই মামলায় এখন পর্যন্ত ৬জন কে গ্রেফতার করেছে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন