গাইবান্ধায় ট্রাক্টর উল্টে চালক নিহত

গাইবান্ধায় ট্রাক্টর উল্টে চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটায় ট্রাক্টর উল্টে মতিয়ার (২৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা এগারটার দিকে গাইবান্ধা-ভরতখালী সড়কের ভাঙ্গারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান বাদিয়াখালি ইউনিয়নের রিফায়েতপুর মাঠপাড়া গ্রামের ছকু মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, চালক মতিয়ার রহমান তার সহযোগী হেলপারকে নিয়ে বালু নেওয়ার জন্য টাক্টর চালাচ্ছিল। কিছু সময় পর মতিয়ার রহমান তার সহযোগী হেলপারকে ট্রাক্টরটি চালাতে দেন। সহযোগী হেলপার ট্রাক্টর চালিয়ে গাইবান্ধা-ভরতখালী সড়কের ভাঙ্গারমোড় এলাকায় আসলে হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মতিয়ার রহমান ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল হোসেন বলেন, দূর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।কোন প্রকার অভিযোগ না থাকায় নিহত মতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে পাশাপাশি রাস্তার পাশে খাদে পড়া ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন