মৌলভীবাজারে সরকারি কলেজ তালামীযের সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে সরকারি কলেজ তালামীযের সেমিনার অনুষ্ঠিত

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে সরকারি কলেজ তালামীযের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষার মর্যাদা ও গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সম্পন্ন হয়।
শাখার সভাপতি দেলওয়ার হোসেন সিবার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ এর পরিচালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান) ফয়েজ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক এম এ জলীল, শহর আল ইসলাহ’র সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি কবির আহমদ তালুকদার, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ সভাপতি আফসার ইবনে রহিম, টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সরকারি কলেজ তালামীযের সাবেক সভাপতি মিনহাজ আহমদ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন