রংপুরের গঙ্গাচড়ায় ফুল চাষে আগ্রহ বাড়ছে

রংপুরের গঙ্গাচড়ায় ফুল চাষে আগ্রহ বাড়ছে

মারুফা জামান, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং বাঙালির বিভিন্নন উৎসব-অনুষ্ঠানে ফুলের ব্যবহার বেড়েই চলেছে। আর ফুলের চাহিদা বাড়তে থাকায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ফুল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। স্থানীয় ফুলচাষি রাসেল বলেন, তিনি ৩০ শতক জমিতে বারি উদ্ভাবিত গ্লাডিওলাস ৩, ৪ ও ৫ জাতের নতুন ফুল চাষ করেছেন।

তিনি আরো বলেন, তার ফুলের চাষ দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আশীষ কুমার সাহা জানান, ফুল চাষে অধিক মুনাফা পাওয়া যায়। তাই কৃষকদের মাঝে ফুল চাষে আগ্রহ বাড়ছে।

আপনি আরও পড়তে পারেন