নিয়ামতপুরে কারিতাসের উদ্যোগে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা

কারিতাসের উদ্যোগে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বিষয়ক উপজেলা সভা

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহকারী পরিচালক দিলিপ কুমার সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ডিপুটি মনিটরিং ম্যানেজার মিঃ দিপক এক্কা, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল বাসার, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমল তিগ্যা, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এরিয়া ম্যানজার মিখায়েল বারা, সুপারভাইজার ফটিক টপ্য, সাগর টুডু, মোঃ আল্লাম হোসেন প্রমুখ।নিয়ামতপুর উপজেলায় ৭০টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র তৈরী করা হবে। প্রতিটি কেন্দ্র কমপক্ষে ২০জন শিক্ষার্থী থাকতে হবে

আপনি আরও পড়তে পারেন