রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

মো.শাহিন বিশেষ প্রতিনিধি

রাজধানীর কদমতলী থেকে মানব পাচারকারী চক্রের অন্যতম ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।
বুধবার (৩মার্চ)সন্ধ্যায় র‌্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে  জানান,মঙ্গলবার আনুমানিক বেলা সোয়া তিনটার দিকে কদমতলী থানাধীন শ্যামপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাবের অভিযানিক দল।


এসময় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে এই চক্রের অন্যতম ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তাদের নিকট থেকে ১টি পাসপোর্ট , ৩টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও নগদ ৬হাজার ৯শ ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম, মোঃ মুন্না (৪০), মোঃ আনোয়ার হোসাইন (২৬) ও ইমরান (৩৩) বলে জানা যায়। 
র‌্যাব সুত্রে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মানব পাচারের বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন