কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয় সামন রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস-২০২১।

সোমবার দুপুর ১২ কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহোযোগিতা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ল্যাম্ব-প্ল্যান শো-২ প্রজেক্ট।

উপজেলা নির্বাহী অফিসার, মোছা: রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহ  আবুল কালাম বারী পাইলট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু,ভাইস চেয়ারম‍্যান (মহিলা)শাপলা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার ,  উপজেলা হিসাবে রক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন পিকিংচাম্বুগং ও নজরুল ইসলাম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, ল্যাম্ব-প্ল্যান শো-২ প্রজেক্ট।

এ সময় বক্তরা বলেন- বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেষে র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনি আরও পড়তে পারেন