বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে ৮ই মার্চ, সোমবার   দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ‍্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে  র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সকাল ১০টায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম প্রমূখ। দিবসটি পালনে বেসরকারি সংস্থা- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পল্লী শ্রী, আরডিআরএস, বিওয়াইএফসি সহ বিভিন্ন এনজিও এবং স্থানীয় মহিলা সমিতিগুলো সহযোগিতা করেন।

আপনি আরও পড়তে পারেন