ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ আব্দুর রহীম মিঞা ( টাঙ্গাইল) ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিযে সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলে ভূঞাপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ১৯০৯ সালে আমেরিকায় প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

পরে ১৯৭৫ সালের ৮ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিতভাবে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেব ঘোষনা করে।
তারি ধারাবাহিকতায় সোমবার ৮ মার্চ সকাল ১১ টায় ইউএসআইডি এর সহোযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ভূঞাপুর শাখা দিবসটি পালনের আয়োজন করে।


দিবসটির শুরুতে বিভিন্ন দপ্তরের নারী উদ্দোক্তাদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজেন করা হয় । পরে ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়া। আলোচা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এডভোকেট, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ভূঞাপুর শাখার সভাপতি মোছাঃ নার্গিস বেগম, ভুঞাপুর থানার এসআই টুটুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থি ছিলেন।

আপনি আরও পড়তে পারেন