মোংলায় সালোম এর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা

মোংলায় সালোম এর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা

মোঃসুজন মোংলা প্রতিনিধি 
চার্চ অব বাংলাদেশের উন্নয়ন প্রতিষ্ঠান সালোম এর উদ্যোগে মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সালোম এর এরিয়া সমন্বয়কারী মি. তাপস বাড়ইর সভাপতিত্বে রবিবার (৭মার্চ) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত বিশেষ কর্মশালায় মোংলা উপজেলা চার ইউনিয়নে টিআর ফান্ডের আর্থিক সহায়তায় পরিচালিত সালোম বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংশা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণী সম্পদ সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম, চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িরডাঙা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক গণমুক্তি পত্রিকার স্থানীয় প্রতিনিধি মনির হোসেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. এনামুল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. হাফিজুর রহমান,  সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল। এছাড়াও আরো বক্তব্য রাখেন সালোম এর সহায়তা পেয়ে যারা স্বাবলম্বী হয়েছেন তাদের কয়েকজন।

কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর বিগত ৩ বছরের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মি. তাপস বাড়ই। কর্মশালায় সঞ্চালনা করেন সালোম এর কমিউনিটি অর্গানাইজার মিল্টন সরদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিটরিং অফিসার সুমিত্রা মল্লিকসহ অন্যান্য কমিউনিটি অর্গানাইজার বৃন্দ। উল্লেখ্য, সালোম, টিআর ফান্ডের আর্থিক সহায়তায় মোংলা উপজেলার চিলা, চাঁদপাই, মিঠাখালি ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ২ হাজার ২১৮ পরিবারের প্রায় ১১ হাজার সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে ২০১৮ সাল থেকে সফলতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

আপনি আরও পড়তে পারেন