এভারেস্টে ট্রাফিক জ্যাম!

এভারেস্টে ট্রাফিক জ্যাম!

মাউন্ট এভারেস্টে ট্রাফিক জ্যাম! অবিশ্বাস্য মনে হলেও খবরটি কিন্তু সত্যি। তবে যানবাহন নয়, একই সঙ্গে কয়েক’শো পর্বতারোহীর সামিটের চেষ্টায় ট্রাফিক জ্যামের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মাউন্ট এভারেস্টে একটি ছবিতে এমন চিত্র দেখা গেছে। ছবিটি ২০১৯ সালের মে মাসে নির্মল পূর্জা নামে এক নেপালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপর তা ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়ে নেপাল সরকার। 

জানা গেছে, হিমালয়ের বাস্তুতন্ত্র নিয়ে গ্লোবাল মিডিয়ায় কড়া নিন্দার সম্মুখীন হতে হয় নেপাল সরকারকে। মাউন্ট এভারেস্ট পর্যটনে নেপালের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলে পর্বত আরোহণ কমিটি। 

যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ নেপাল। তাদের দাবি, এভারেস্টে গিয়ে ছবি তুলে নেপালের নামে গুজব রটানোর চেষ্টা চলছে। আর এমন পরিস্থিতির মধ্যেই নেপালের পর্যটন দফতর জানিয়েছে, এখন থেকে মাউন্ট এভারেস্টে নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো ফটো-ভিডিও তোলা যাবে না। 

একইসঙ্গে একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করেছে নেপাল, যা সে দেশের অন্যান্য পর্বতের ক্ষেত্রেও মেনে চলতে হবে।

আপনি আরও পড়তে পারেন