লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নুরুজ্জামান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকারের নির্দেশনায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমানের বাবা  মোটরসাইকেল রেখে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে দেখে মোটরসাইকেল চুরি হয়েছে।

পুলিশ ওই মোটরসাইকেলের সূত্রধরে  আন্তঃজেলা মোটরসাইকেল  চোর চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর হতে চুরি হওয়া তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ মেহেদী হাসান মোহন (২১), বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম ওরফে মামুন (২৩), পাটগ্রাম  পৌরসভার ৪ নং ওয়ার্ড বানিয়াপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রনি (২৪), পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ড রহমানপুর আনন্দবাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২০), পাটগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড  সোহাগপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২৩)।এ বিষয়ে পাটগ্রাাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, মোটরসাইকেল চোর চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্যকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাতে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন