১৭ বছর পর ‘রেনেসাঁ’

১৭ বছর পর ‘রেনেসাঁ’

এক সময়ের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁ। ১৯৮৫ সালে জন্ম নেওয়া গানের এই দল অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আবার তারা নতুন গান নিয়ে হাজির হচ্ছে।

ব্যান্ডটির দলনেতা নকীব খান জানান, এবার অ্যালবাম নয়, তারা প্রকাশ করতে যাচ্ছেন ‘আকাশ আমার জোছনা আমার’ শিরোনামে একটি বিশেষ সিঙ্গেলস। জুলফিকার রাসেলের গীতি-কবিতায় এর সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন দলের অন্যতম সদস্য পিলু খান। ভিডিও নির্মাণ করছেন শাহরিয়ার পলক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

কেন এই লম্বা বিরতী? জানতে চাইলে নকীব খান বলেন, ‘রেনেসাঁ’ ব্যান্ডের সবাই এখন বিভিন্ন পেশায় ব্যস্ত। নতুন গান প্রকাশ করতে সবাইকে সময় দিতে হয়। আমরা সবসময় চেষ্টা করেছি দর্শকদের ভালো গান উপহার দিতে। আমাদের সবার ভালো না লাগলে আমরা গান প্রকাশ করি না। যে কারণে দীর্ঘ ১৭ বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে।’

‘রেনেসাঁ’র সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশ পায় ২০০৪ সালে। 
 

আপনি আরও পড়তে পারেন