পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা পজিটিভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা পজিটিভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে ফয়সাল জানান, প্রধানমন্ত্রী বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

প্রধামন্ত্রীর দপ্তরও এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।’

মাত্র দুদিন আগেই কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।

এ ব্যাপারে ইনডাস হাসপাতালের প্রধান নির্বাহী আব্দুল বারি খান জানিয়েছেন, টিকা নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই আপনি জনসাধারণের সঙ্গে মেলামেশা করলে করোনায় আক্রান্ত হওয়া ‘স্বাভাবিক’ ও ‘সাধারণ’। কারণ টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর দেহে অ্যান্টিবডি তৈরি শুরু হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।

আপনি আরও পড়তে পারেন