নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার প্রেমিকা

নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার প্রেমিকা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

 নওগাঁর বদলগাছী উপজেলার পারআধাইপুর গ্রামে প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক প্রেমিকা । ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতা নিজে বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।জানা গেছে, বদলগাছী থানার পারআধাইপুর গ্রামের এক ছেলের সাথে পার্শবর্তী পত্নীতলা থানাধীন দক্ষিণ আড়াইল গ্রামের এক মেয়ের দীর্ঘ পাঁচ বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 গত বৃহস্পতিবার (১৮ মার্চ) মেয়েটি প্রেমিকের সাথে দেখা করার জন্য প্রেমিকের খালাতো ভাইয়ের বাড়ীতে আসে। রাত আনুমানিক ১২টার দিকে প্রেমিকের সাথে সাক্ষাৎ শেষে মেয়েটি ঐ বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা অভিযুক্তরা মেয়েটিকে জোরপূর্বক পার্শবর্তী ক্ষেতে নিয়ে যায়। এরপর মেয়েটির মুখ বেধে এবং হাত-পা ধরে রেখে অভিযুক্তরা পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটি নিজে বাদী হয়ে আজ শুক্রবার (১৯ মার্চ)  বদলগাছী থানায় দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো একজনকে আসামী করে মামলা দায়ের করে। অভিযুক্তরা হলো, বদলগাছী উপজেলার রামপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন ও একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন এবং অজ্ঞাতনামা আরো একজন রয়েছে।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার এ সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। পরে পুলিশ দুই আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং অজ্ঞাতনামা আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন