নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ খাদ্যমন্ত্রী

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ খাদ্যমন্ত্রী

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গত শনিবার (২০ মার্চ) বেলা ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর উপজেলা প্রশাসন এসব উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৫০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২শ ৫ জনকে ৫ লক্ষ টাকা শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন