তারেক রহমান সহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা

তারেক রহমান সহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর আহমদ সহ ২৫ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মঈনুল হক।


সুত্রে জানাযায়,  ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে অপপ্রচার ও প্রচারণা চালিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে ও ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার অবমাননা করছেন মর্মে  অভিযোগ উথত্তাপন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদসহ ২৫ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে ২২ শে মার্চ সোমবার সকালে সুনামগঞ্জের  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদরের বিচারক কুদরত-এ-এলাহীর আদালতে মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।

।আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মামলার বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন