কেরানীগঞ্জে বিআরটিএ’তে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

কেরানীগঞ্জে বিআরটিএ'তে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

মো.শাহিন বিশেষ প্রতিনিধি.

করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ প্রতিরোধ করতে ” নো মাস্ক, নো সার্ভিস” কথা লেখাটা পরিচিত থাকলেও, কোন নির্দেশনা মানছে না সাধারণ মানুষ। সর্বমহলে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার । কিন্তু কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ মানুষের মাঝে মাস্ক পরতে উদাসীনতা দেখা গেছে। গত কয়েক মাসের তুলনায় দেশে করোনার আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ডেউ সামাল দিতে কঠোর কর্মসূচি দিয়েছেন সরকার। 
তবে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমাতে জেলা প্রশাসন নির্দেশে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরন ও মাস্ক ব্যবহারে উদাসীনতার জন্য জরিমানাসহ ভ্রাম্যমান আদালত শুরু করছেন। 

আজ ২৩ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ’তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা জেলা প্রশাসক এর নির্দেশে মানুষের মধ্যে সচেতনতার ও মানুষকে মাস্ক পরিধানের জন্য কঠোর নির্দেশনা ও ভ্রাম্যমান আদালতের পরিচালনা, মাস্ক বিতরন,মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বলেছেন। কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ’র এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সেবা নিতে আসা সাধারন মানুষের উদ্দেশ্য করে বলেন, আপনারা কোন ভাবেই মাস্ক ছাড়া বাসা থেকে বের হবেন না। নিজে মাস্ক পড়ুন, অন্যকে বাঁচান । এ ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।

আপনি আরও পড়তে পারেন