কেরানীগঞ্জের অগ্নিকান্ডে বসতবাড়ি ও দোকান ভষ্মিভূত

কেরানীগঞ্জের অগ্নিকান্ডে বসতবাড়ি ও দোকান ভষ্মিভূত

বিশেষ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি বিরিয়ানির দোকান ভষ্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ স্টেশন অফিসার ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ  দুপুরে  আগানগর ইউনিয়ন এর ছোট মসজিদের পাশে মক্কা  বিরিয়ানি হাউজ  নামক একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা কম থাকায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে।এতে দোকানের চেয়ার-টেবিল ও ফ্রিজ পুড়ে বেশ কিছু ক্ষতি সাধিত হয়েছে।এছাড়াও একই  উপজেলারকোনাখোলা পার্শ্ববর্তী হিন্দুপাড়ার একটি বসতবাড়িতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পার্শ্ববর্তী হাওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো গিয়েছে, এতে বসতবাড়ির একটি ঘর ও এর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
আগুন লাগার প্রসঙ্গে মক্কা বিরিয়ানির স্বত্বাধিকারী মোঃ পারভেজ বলেন, সকালে কাজ করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে হঠাৎ করেই আগুন লেগে যায় এতে দোকানের চেয়ার-টেবিল ও ফ্রিজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশে আরও কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল, আমরা তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলায় বড় ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছি।তবে আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনি আরও পড়তে পারেন