ঘাটাইলে দোকানপাট খোলা এবং মাস্ক না পড়ার অপরাধে ত্রিশ হাজার ছয়শত টাকা জরিমানা

ঘাটাইলে দোকানপাট খোলা এবং মাস্ক না পড়ার অপরাধে ত্রিশ হাজার ছয়শত টাকা জরিমানা

সৈয়দ মিঠুন ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি:

সরকারের নির্দেশ অমান্য করে লকডাউনে  টাঙ্গাইলের ঘাটাইলে  দোকানপাট খোলা এবং মাস্ক না পড়ার অপরাধে দুইজন পথচারী ও ১০ দোকান কে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার  পৌরসভার উপজেলা  পৌর বাজার এলাকার আশেপাশে দোকানপাট খোলা রাখার অপরাধে দোকানে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার


এছাড়া যারা মাস্ক ছাড়া বিনা কারণে ঘুরাফেরা করছে তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্ক না পড়ার অপরাধে তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ঘাটাইলে   বিভিন্ন এলাকায়   ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ আদালত সরকারের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লকডাউনে দোকানপাট খোলা এবং মাস্ক না পড়ার অপরাধে  ৩০ হাজার ৬০০ টাকা আর্থিক জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  অঞ্জন কুমার সরকার বলেন, সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনো ভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। যারা সরকারের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনি আরও পড়তে পারেন