পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা, নতুন মুখ ৩

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা, নতুন মুখ ৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে টিম পাকিস্তান। 

এবার সফর আফ্রিকার আরেক দেশ জিম্বাবুয়ে। দলটির বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবর আজমের দল।  হারারে ক্রিকেট গ্রাউন্ডে ২১ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে যথাক্রমে ২৩ ও ২৫ এপ্রিল।

সেই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ঠাঁই পেয়েছে নতুন তিন মুখ। 

তারা হলেন—  ব্যাটসম্যান তারিওয়ানাশে মারুমানি, পেসার তানাকা চিভাঙ্গা এবং স্পিনার তাপিয়া মুফুদজা। 

সম্প্রতি অনুষ্ঠিত জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে পড়েছেন ১৯ বছর বয়সী মারুমানি।  টুর্নামেন্টে ৪টি ফিফটি করেছেন এই ব্যাটসম্যান।

ইনজুরির কারণে এ সিরিজ থেকে বাদ পড়েছেন সিকান্দার রাজা। আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন রিচমন্ড মুতুম্বামি, মিল্টন শুমবা, ব্রেন্ডন মাভুতা, তারিসাই মুসাকান্দা এবং ফারাজ আকরাম।

এদিকে দলে ফিরেছেন সেরা দুই তারকা ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর।

একনজরে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড

শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জঙুই, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভের, তারিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিয়া মুফুদজা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড তিরিপানো ।

আপনি আরও পড়তে পারেন