নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতিতেও ইতালিতে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতিতেও ইতালিতে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

আগামী সপ্তাহে ইতালিতে খুলছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এর আগেই খুলে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশজুড়ে এখনও প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন প্রায় ১৪ হাজার। মারা যাচ্ছেন তিন শতাধিক। এরইমধ্যে গ্রীষ্মের ছুটিতে পর্যটক আকর্ষণে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

এদিকে, করোনার কারণে অনেকটা নিভৃতেই কেটে গেল ইতালির রাজধানী রোমের জন্মদিন। ৭৫৩ খ্রিস্টপূর্বের এদিন (২১ এপ্রিল) রোমের জন্ম হয়। রোমের মেয়র ভির্জিনিয়া রাজ্জি সীমিত পরিসরে দিনটি উদযাপন করেছেন। করোনায় বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ এসব অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

দেশটি এখনও নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ১৮ হাজার। এদিকে, বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করতে লাগবে নিরাপদ ভ্রমণ পাস। বিমান ও ট্রেনে চড়তেও একই শর্ত আরোপ করা হয়েছে।

এরই মধ্যে কোভিড ফ্রি বিমান ও ট্রেন চলাচলও শুরু হয়েছে। সঙ্গে ভ্যাকসিন গ্রহণকারীরা ইউরোপজুড়ে ভ্রমণে বহন করবেন গ্রিন পাসপোর্ট।

 ইউরোপের ড্রাগ কন্ট্রোল এজেন্সির সবুজ সংকেত পেয়ে শুরু হয়েছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন কার্যক্রম। এসব পদক্ষেপ দেশটির পর্যটন শিল্পকে গতিশীল করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের এই পরিকল্পনায় খুশি প্রবাসীরাও।

ব্যাংক অব ইতালির তথ্যমতে, মহামারির কারণে ২০২০ সালে পর্যটন শিল্পের ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন ইউরো। ২০২১ সালে পর্যটন শিল্পকে লাভজনক আবস্থায় ফেরাতে সরকারের তৎপরতায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কারণ, ইতালির পর্যটন শিল্পই প্রবাসী বাংলাদেশিদের প্রধান কর্মস্থল।

আপনি আরও পড়তে পারেন