আইপিএলে যে মাইলফলকে কোহলি একাই দাঁড়িয়ে

আইপিএলে যে মাইলফলকে কোহলি একাই দাঁড়িয়ে

মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইটরাইডার্সের পর রাজস্থান রয়্যালসকেও হারাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বৃহস্পতিবার মুম্বাইয়ে আইপিএলের ১৬তম ম্যাচে ২১ বল হাতে রেখেই ১০ উইকেটে বড় জয় পায় বেঙ্গালুরু।

এ জয়ে সবচেয়ে বেশি অবদান ব্যাঙ্গালুরুর ওপেনার দেবদূত পাড্ডিকেলের।

আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মাত্র ৫২ বলে ১১ চার ও ৬ ছয়ের মারে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই ওপেনার।

পাড্ডিকেলের সেঞ্চুরির দিনে উজ্জ্বল ছিলেন অধিনায়ক কোহলিও। ৪৭ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি।

আর এই ইনিংসের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

বৃহস্পতিবারের ম্যাচের আগে কোহলি ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএলে ১৯৫টি ম্যাচে ব্যাট করেছেন। তাতে তিনি ৫৯৪৯ রান সংগ্রহ করেন।

অর্থাৎ মাইলফলক ছুঁতে এদিন কোহলির দরকার ছিল ৫১ রান, যা তিনি ইনিংসের ১৩তম ওভারে ৩৫ বল খেলেই তুলে নেন।

ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পূরণের পর চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান কোহলি। ঢুকে পড়েন ৬ হাজারী রানের ক্লাবে।

প্রায় ১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে ১৯৬ ম্যাচের ১৮৮ ইনিংস খেলে এ মাইলফলকে পৌঁছালেন আরসিবি অধিনায়ক।

আর এই ক্লাবের একমাত্র বাসিন্দা কোহলি। কোহলির ক্লাবে যোগদান করতে হয়ত অনেক সময় লাগবে বাকিদের।

দুই নম্বরে থাকা সুরেশ রায়নার ৬ হাজার রান পূরণ করতে এখনও প্রায় ৬০০ রান বাকি। তৃতীয় স্থানে থাকা শিখর ধাওয়ানের সংগ্রহ ৫৪২৮ রান। অর্থাৎ এই মৌসুমে আর কোহলির সঙ্গে ৬ হাজারী ক্লাবের সদস্য হতে পারছেন তারা।

লম্বা একটা সময় এই মাইলফলক কোহলির একার দখলেই থাকবে।

আপনি আরও পড়তে পারেন