ঢাকা নবাবগঞ্জ এর বাংলাবাজারে ২৩ রোজায় ছাত্রলীগের পক্ষে ইফতার বিতরণ।

ঢাকা নবাবগঞ্জ এর বাংলাবাজারে ২৩ রোজায় ছাত্রলীগের পক্ষে ইফতার বিতরণ।

সালমান আহাম্মেদ ( নবাবগঞ্জ প্রতিনিধি ) 


শিক্ষা শান্তি ও প্রগতিবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।প্রতিষ্ঠার পর থেকে সকল ধরনের মহামারি ও দুর্যোগকালে মানবিকতার পরিচয় বহন করে যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।আসন্ন করোনা মুহুর্তে নবাবগঞ্জ এর অসহায়, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষ গুলো চরম বিপাকে পড়েছে।রমজান মাসের রোজা রেখে অনেকে ই ইফতার ও করতে পারছেনা আর্থিক সমস্যাধার কারনে।যার ফলে অনেকে ইফতার করছে এক গ্লাস পানি দিয়ে।

এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়েছে ছাত্রলীগ নেতা বিদ্যুৎ সরকার রৌদ্র।আজ ২৩  রমজান ধারাবাহিকভাবে দেশের ঢাকা নবাবগঞ্জে ছাত্রলীগের পক্ষে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে ছাত্রলীগের ব্যানারে ইফতার বিতরণ করেছেন বিদ্যুৎ সরকার রৌদ্র।

এসময় উপস্থিত ছিল পিয়াস সরকার জিতু,চঞ্চল সরকার সহ ছাত্রলীগের প্রমুখ নেতাকর্মী।এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সরকার রৌদ্র বলেন মানুষের পাশে দাড়াতে মন ও বিবেক প্রয়োজন। আমি আমার বিবেকের তারনায় ও দেশ রত্ন শেখ হাসিনা ও আমার রাজনৈতিক আইকনদের নির্দেশ মোতাবেক মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

আপনি আরও পড়তে পারেন