বিরামপুরে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ আটক- ২

বিরামপুরে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ আটক- ২
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন দুটি অভিযানে বিপুল পরিমাণে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।
থানায় মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর (রানীরবাজার) গ্রামে নিজ বাড়ি সংলগ্ন প্রাচীর ঘেরা স্থানে চাষকৃত ৭০টি বিভিন্ন সাইজের গাঁজার গাছ সহ সন্তোষ বাস্কের ছেলে শংকর বাস্কেকে (২৬) গ্রেফতার করে। একই গ্রামে অপর একটি অভিযানে মৃত মনসুর আলীর স্ত্রী জাহানারা বেগম ওরফে আসমাকে (৫৫) বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার করে থানা পুলিশ। তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় ভিন্ন দুটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৫ মে) গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব‍্যাহত থাকবে। মাদকদ্রব্য নির্মূলে পুলিশকে তথ‍্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সচেতন সকলকে আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন