বিয়ের আসরে গোলার আঘাত, নিহত ৬

বিয়ের আসরে গোলার আঘাত, নিহত ৬

আফগানিস্তানে একটি বিয়ের আসরে মর্টারের গোলার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় নিহত অন্তত ১০ ও আহত ১৮ জন বলে উল্লেখ করেছেন।

রয়টার্স জানিয়েছে, তাগাবে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে।

পুলিশ কর্মকর্তা শোরেশ, মর্টারের গোলাটি ছোড়ার জন্য তালেবানকে দায়ী করেছেন। অপরদিকে তালেবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে।

আপনি আরও পড়তে পারেন