করোনার টিকা নিলে ফ্রি বিয়ার!

করোনার টিকা নিলে ফ্রি বিয়ার!

কোভিডের টিকা গ্রহণে মার্কিনিদের উৎসাহ দিতে অভিনব পন্থা নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।টিকা নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে খেলার টিকেট, বেতনসহ ছুটি এমনকি বিয়ার দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

৪ জুলাই যুক্তেরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশকে করোনার অন্তত একটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বাইডেন প্রশাসন। এ লক্ষ্যে সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

টিকাকরণের জন্য বাইডেনকে সাহায্য করতে এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থা।
আনহিউজার-বুশ নামের এক বিয়ার প্রস্তুতকারক সংস্থা বাইডেনের লক্ষ্যপূরণে এগিয়ে আসা প্রথম দু’লাখ মানুষকে বিনামূল্যে বিয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।এছাড়া বেশকিছু সংস্থা বেতনসহ ছুটি দেওয়ার কথাও ঘোষণা করেছে।

এ ভাবেই বিভিন্ন পুরস্কার সামনে রেখে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, এখনও আঠারোর্ধ্ব মার্কিনিদের ৬২.৮ শতাংশ অন্তত একটি টিকা নিয়েছেন। ১৩ কোটিরও বেশি আমেরিকানদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

আপনি আরও পড়তে পারেন