ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ৭

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ আটক ৭

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চোরাপথে আসার সময় নারীসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।

আটকরা হলো— নড়াইল জেলার মো. আব্দুল্লাহ, রহিমা বেগম ও রুহুল কাজী, মাদারীপুরের মো. সাজিদ, যশোরের মনিরামপুরের আয়রা বেগম ও পিরোজপুর জেলার মঞ্জুর খান।

গ্রেফতার মানবপাচারকারী মোফাজ্জল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের বাসিন্দা।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এ সময় ভারত থেকে অবৈধভাবে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের প্রশাসনিক ব্যবস্থাপনায় শাখরা ও সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে গত দুই সপ্তাহে বিজিবি সদস্যরা সাতক্ষীরা সীমান্তে আরও ৪২ জনকে আটক করে।

আপনি আরও পড়তে পারেন