ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফ থানার সাবেক (বরখাস্ত) ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তাকে কক্সবাজার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আলোচিত সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপকে দুদকের একটি মামলায় হাজির হতে দীর্ঘ সাত মাস চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছিল।

কক্সবাজার কারাগারের জেলার মো. মোস্তাফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা কামাল জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রদীপকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন সংশ্লিষ্টরা। তারা বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার কারাগারে এসে পৌঁছান।

এরপর নিয়ম অনুযায়ী চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে প্রদীপকে হস্তান্তর করে।

আপনি আরও পড়তে পারেন