সাভারে আলমনগর হাউজিং থেকে ৫৭৬ ক্যান বিয়ারসহ আটক ১

সাভারে আলমনগর হাউজিং থেকে ৫৭৬ ক্যান বিয়ারসহ আটক ১

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক

গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর সংলগ্ন আলম নগর হাউজিং এ অভিযান করে ৫৭৬ ক্যান বিয়ার সহ একজনকে আটক করেছে পুলিশ।

সাভার থানাধীন টেনারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, জাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম এর নেতৃত্বে
আলমনগর হাউজিং এর ১০ নং রোডের ৬ নং বিল্ডিংস্থ নিচতলা জেনারেটর রুম সংলগ্ন রুম থেকে মজুদ কৃত বিয়ার ও এগুলো বহনকারী ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, খায়রুল ইসলাম (২৪) পিতা- রফিকুল ইসলাম, সাং- চান্দুলিয়া থানা-সাভার, ঢাকা । মামলায় শাজাহান(৩২) নামে আরো একজন আসামীর নাম (পলাতক) উল্যেখ করা হয়, ঠিকানা-এ/পি সাং- গাবতলি, বসুপাড়া, দারুসসালাম ডিএমপি (ভাসমান)

পুলিশ সুত্রে জানা যায় একই বিল্ডিং এর আট তলায় বসবাসরত সালমা নামের এক নারীর কাছে আসামীগণ আসা-যাওয়া করতেন।

পুলিশ জানায়, চক্রটি বহুদিন ধরে আলম নগর হাউজিং সোসাইটিতে বসবাসরত কিছু লোকের সহায়তায় বিয়ার মজুদ ও বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে, তথ্য দানকারীর এধরণের তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান করে আসামী ও মজুদকৃত বিয়ার উদ্ধার করা হয়। আটক আসামীর বলা তথ্য অনুযায়ী অজ্ঞাত শাজাহান নামে আরো একজনকে পলাতক আসামী হিসেবে এজাহার ভুক্ত করা হয়।

আপনি আরও পড়তে পারেন