প্রার্থীর বাড়ি থেকে আসার পথে সমর্থক খুন, খালে ভেসে উঠল লাশ

প্রার্থীর বাড়ি থেকে আসার পথে সমর্থক খুন, খালে ভেসে উঠল লাশ

বরগুনার বেতাগীতে প্রার্থীর বাড়ি থেকে গভীর রাতে আসার পথে এক কর্মী খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সংলগ্ন উত্তর করুণা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে শনিবার বেলা ১১টায় পার্শ্ববর্তী খাল থেকে লাশ উদ্ধার করে বিকাল ৩টায় ময়নাতদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। নিহত ইউসুফ আলী আকন ওই গ্রামের জব্বার আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আ. মোতালেব মধুর একনিষ্ঠ কর্মী ছিলেন ইউসুফ আলী আকন। শুক্রবার রাত ১২টার পর ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আ. মোতালেব মধুর বাড়ি থেকে রাতে খেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পরে রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। বেলা ১১টায় বাড়ির পাশের খালের মধ্যে জালের সঙ্গে লাশ পেঁচানো দেখে স্বজনরা চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ইউসুফ আলীর স্ত্রী হেলেনা বেগম জানান, নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। ওই ওয়ার্ডের আরেক প্রার্থী নাসির তালুকদার বেশ কয়েক দিন আগে আমার স্বামীকে হুমকি দিয়েছেন- মধুর নির্বাচন কেমন করে কর আমি দেখে নেব।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে কেন্দ্র করেও এ হত্যাকাণ্ড হতে পারে, আবার ইউসুফ আলীর সঙ্গে তার স্বজনদের জমিজমা সংক্রান্ত জটিলতা ছিল- তার জেরেও এ হত্যাকাণ্ড হতে পারে।

ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বশির আলম বলেন, ইউসুফ আলী পেশায় একজন কৃষক ও সাধারণ মানুষ ছিলেন। তাকে হত্যার বিষয়টি সত্যিই বেদনাদায়ক। তবে কী কারণে এ হত্যা হয়েছে আমার কোনো ধারণা নেই।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মামলার প্রস্তুতি চলছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মেহেদী হাসান বলেন, তদন্ত চলছে; সঠিক কারণ উন্মোচন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন