গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৭০ জন করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৭০ জন করোনা শনাক্ত
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৭০ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-২৯, বিরামপুর-২৩, বীরগঞ্জ-২ ফুলবাড়ী-১, ঘোড়াঘাট -২, হাকিমপুর-১১, কাহারোল-১,খানসামা-১,), নতুন করে সুস্থ হয়েছে ২০ জন ( বিরল- ১, বিরামপুর-১, বোচাগঞ্জ-২, সদর-১০, ফুলবাড়ী-১, হাকিমপুর- ৫) । এ নিয়ে জেলায় মোট রোগী -৬৩৪১ জন, মোট সুস্থ -৫৬৬৫ জন, মোট মৃত্যু-১৪৪ জন।
সোমবার (১৪ জুন) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৮৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ৭০ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৬৩৪১ জন, সুস্থ হয়েছে ৫৬৬৫ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১৪৪ জন। আক্রান্তদের মধ্যে
সদরে ৩৬০৫ জন(সুস্থ ৩১৮৫ জন ), (মৃত্যু -৭১ জন),
বিরলে ৩৫১ জন(সুস্থ ৩৩১ জন),(মৃত্যু-৮ জন),
নবাবগঞ্জে ১৬৩ জন (সুস্থ ১৫৩ জন), (মৃত্যু-৩ জন),
ফুলবাড়ীতে ২১৩ জন (সুস্থ ১৯১ জন), (মৃত্যু-৮ জন),
পার্বতীপুরে ৪৯৮ জন (সুস্থ ৪৫৪ জন),(মৃত্যু -১১ জন),
বোচাগঞ্জে ১৭১ জন (সুস্থ ১৫৩ জন),(মৃত্যু-৫ জন),
ঘোড়াঘাটে ৯৫ জন(সুস্থ ৯৩ জন),
কাহারোলে ১৭৪ জন (সুস্থ ১৬৭ জন),(মৃত্যু -৫ জন),
হাকিমপুরে ১৩৫ জন(সুস্থ ১০১ জন),,(মৃত্যু -১ জন),
চিরিরবন্দর ২৫০ জন (সুস্থ ২২৭ জন),(মৃত্যু -১২ জন),
বিরামপুর ৩৭৫ জন (সুস্থ ৩২৬ জন),(মৃত্যু -১০ জন),
বীরগঞ্জ ১৮৪ জন (সুস্থ ১৬৩ জন),(মৃত্যু-৬ জন),
খানসামা ১২৭ জন (সুস্থ ১২০ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৪৯৮ জন, হাসপাতালে ভর্তি ৭৮ জন, শনাক্তের হার-৩৮.০৪%।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=১৮২,মােট নমুনা সংগ্রহ=৪৫৭০৯, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১৮৪,মােট নমুনা পরীক্ষা=৪২৫৩৩, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=২০০,মােট কোয়ারেন্টাইন=৩৫৩৯২, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৯০,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩৪৩৯৪।

আপনি আরও পড়তে পারেন